রেকর্ড ষষ্ঠ সরাসরি ক্লিনশিট করে মেরিনার্স লিগ পর্ব শেষ করেছে, যা আইএসএলের ইতিহাসে সর্বোচ্চ। মোহনবাগানের মোট ৫৬ পয়েন্টও টুর্নামেন্টে সর্বোচ্চ। এরপর ৬০ হাজারেরও বেশি সমর্থকের সামনে ফের শিল্ড তুলে নেয় মোহনবাগান। অন্য ম্যাচে, ৮৪ মিনিটে রেড কার্ড পান ইস্টবেঙ্গলের তন্ময় দাস। এতবড় হারে যদিও লাল-হলুদ ব্রিগেডের ভক্তরা রেফারিকে দায় করেছে।
...