By Kopal Shaw
২০২৩ সালের নভেম্বর থেকে চলা ১২ ম্যাচের জয়হীন দৌড়ের অবসান ঘটল ভারতের। ম্যাচের ৩৫ মিনিটে রাহুল ভেকে (Rahul Bheke) ভারতকে এগিয়ে দেন এবং ৬৬ মিনিটে লিস্টন কোলাকো (Liston Colaco) ব্যবধান দ্বিগুণ করেন। তবে, ৪০ বছর বয়সী ছেত্রী লাইমলাইট কেড়ে নেন ৭৭ মিনিটে।
...