তিলকের পরিবর্তে ক্রিজে আসেন মিচেল স্যান্টনার (Mitchell Santner)। তবে বড় শট মারতে পারেননি নিউজিল্যান্ড অধিনায়কও। শেষ ওভারে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) স্ট্রাইক ধরে রাখলেও শেষ পর্যন্ত আবেশ খানের নিখুঁত ইয়র্কারে পরাস্ত হন। ইনিংসের শেষ পাঁচ বলে মাত্র তিন রান তোলে মুম্বই ১২ রানে ম্যাচ হেরে যায়।
...