স্পিনারের ডেলিভারি বাঁহাতি ব্যাটসম্যানের দিকে গেলে তিনি একটি ডিফেন্সিভ শটে সেটি মিস করেন। বলটি এরপর প্রথম স্লিপে ফিল্ডারের কাছে উড়ে গেলে তিনি ক্যাচ নেন। সেই সময় রুতুরাজরা ব্যাটে এজ লেগেছে মনে করলেও আম্পায়ার মাইক গ্রাহাম-স্মিথ নিজের সিদ্ধান্তে অনড় থাকেন
...