গোড়ালিতে চোট পাওয়া ব্যান্টন মূলত এক পায়ে ব্যাট করেন, যখন সমারসেট ১৫৩ রানে ৯ উইকেট তখন ব্যান্টনকে ১১ রানে নামানো হয় এবং ব্যাট হাতে ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, সারে ১৪ রানে শেষ সাত উইকেট হারায়, তখন তিনি সেই উচ্ছ্বাসের অংশ হওয়া থেকে নিজেকে ধরে রাখতে পারেননি।
...