ইয়াসির খান নন-স্ট্রাইকারের প্রান্ত থেকে দৌড়ান কিন্তু নাফায় সেখানেই থাকেন ফলে উভয় ব্যাটার একই প্রান্তে এসে পড়েন। ইয়াসির ফিরে যাওয়ার চেষ্টা করেন কিন্তু বাংলাদেশী কিপারের থ্রোতে তিনি রান আউট হন। রাগে, ইয়াসির তার ব্যাটটি ছুড়ে ফেলেন এবং চলে যাওয়ার আগে অশোভন কিছু বলেন
...