নিউজিল্যান্ডের হ্যামিল্টনের সেডন পার্কে আয়োজিত এই ম্যাচে পাকিস্তানকে ৮৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানকে ২০৮ রানে অলআউট করে কিউইরা সফলভাবে ২৯২ রান ডিফেন্ড করে। ফাহিম আশরাফ (Faheem Ashraf) ও নাসিম শাহ (Naseem Shah) মিডল অর্ডারে বিপর্যয় থেকে পাকিস্তানকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা করেন
...