নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন মিচেল হে (Mitchell Hay)। ২৪ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান তার সদ্য শুরু হওয়া ওয়ানডে কেরিয়ারে ৯৯ রান করেন। ৭৮ বলের এই ইনিংসে ছিল ৭টি চার এবং ৭টি ছক্কা। তার অসামান্য ব্যাটিংয়ের সুবাদে নিউজিল্যান্ড ২৯২/৮ স্কোর করে। পাকিস্তানের হয়ে মহম্মদ ওয়াসিম জুনিয়র এবং সুফিয়াম মুকিম (Sufiyan Muqeem) ২টি করে উইকেট নেন।
...