একটা সময় রাজস্থানের দল বড় স্কোরের দিকে এগোচ্ছিল, কিন্তু চক্রবর্তীর স্পিনের সামনে দল বাজেভাবে হোঁচট খায়। যার পর চ্যাম্পিয়ন্স ট্রফির ফের দাবিদার হয়েছেন তিনি। বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে বরুণ চক্রবর্তী একাই রাজস্থান দলের অর্ধেক দলকে উড়িয়ে দেন
...