পাডিক্কল (১১৩ বলে ৮৬) এবং স্মরণ (৯৪ বলে ৭৬) তৃতীয় উইকেটে ১২৮ রানের পার্টনারশিপ করেন এবং কর্ণাটক ৪৭.২ ওভারে ৫ উইকেট বাকি থাকতেই লক্ষ্য তাড়া করতে সক্ষম হয়। এর আগে বাঁহাতি পেসার অভিলাষ শেট্টির (৪/৩৪) নেতৃত্বে কর্ণাটকের বোলাররা হরিয়ানাকে আটকে রাখেন।
...