করাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পিএসএল ২০২৫ ম্যাচ ভারতীয় সময় রাত ৮ঃ৩০টায়। এই ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না। তবে বাংলাদেশে দেখা যাবে টিস্পোর্টসে (T-Sports)। ভারতে অনলাইনে সম্প্রচার ফ্যানকোডে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ম্যাচ স্পোর্টস সেন্ট্রাল (Sports Central) ইউটিউব চ্যানেলে দেখা যাবে। বাংলাদেশে দেখা যাবে Tapamad অ্যাপে।
...