একমাত্র অর্ধশতক করে ক্রিজে টিকে রয়েছেন পন্থ যার ৫০ বলে ৫৩ রান দলকে আশা দিয়েছে জয়ের, তাঁর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন ওয়াশিংটন সুন্দর (৬*)। ভারতের জয়ের জন্য প্রয়োজন ৫৫ রান। আজ সকালে নিউজিল্যান্ড হাতে ১ উইকেট নিয়ে খেলা শ তাদের স্কোরে মাত্র তিন রান যোগ করে ভারতের হয়ে ১৪৭ রানের টার্গেট দেয়।
...