By Kopal Shaw
অভিষেক করা ওপেনার কনস্টাস প্রথম টেস্টের প্রথম দিনেই ভারতকে চাপে রাখেন। মাত্র ৫২ বলে স্কুপ করে হাফসেঞ্চুরি করেন তিনি৷ মাঠে অস্বস্তি দেখিয়েও টিকে রয়েছেন মার্নাস লাবুশানে (৪৪*) এবং স্টিভ স্মিথ (১০*)। দিনের দুই সেশন শেষে অস্ট্রেলিয়ার স্কোর-১৭৬/২।
...