পুরো দল ৩১২ রানে অলআউট হয়ে যায়। যেখানে অজিদের হয়ে পেসার ফার্গাস ও নিল ৪টি এবং স্পিনার টড মারফি ৩ উইকেট নেন। এরপর রান তাড়া করতে নেমে মুকেশ কুমার, প্রসিদ্ধ কৃষ্ণা এবং মানব সুথার একটি করে উইকেট নিলেও অজিদের স্কোর ৩ উইকেটে ১৩৯। জয়ের জন্য প্রয়োজন ৮৬ রান
...