গালফ জায়ান্টরা তাদের উদ্বোধনী ফিক্সচারে ব্যাক-টু-ব্যাক হারের মুখোমুখি হয়ে এই মরসুমের আইএলটি২০ তে এখনও জয় পায়নি। তাদের ব্যাটিং ইউনিট শুরুকে যথেষ্ট স্কোরে নিয়ে যেতে লড়াই করবে। সেই কারণে নাইট রাইডার্সের বিপক্ষে খেলে জায়ান্টরা এই মরসুমে তাদের প্রথম জয় নিশ্চিত করতে চাইবে
...