কাম্পার তার স্পেল শুরু করেন জ্যারেড উইলসনকে আউট করে। এরপরের বলে গ্রাহাম হিউমকে এলবিডব্লিউ আউট করে ১২তম ওভার শেষ করেন তিনি। তারপর ১৪তম ওভারে অ্যান্ডি ম্যাকব্রাইনকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এরপরের বলে রবি মিলার এবং জশ উইলসনকে আউট করে পাঁচ বলে পাঁচ উইকেট নেন
...