⚡হোলির শুভেচ্ছা দিলেন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের তারকারা
By Kopal Shaw
ভিডিওটিতে ডেভন কনওয়েকে দেখা গেছে, যিনি ভিডিওটির জন্য শিখদের মতো পাগড়ি পড়েছেন এবং ভাংড়া করছেন। সঙ্গে ইশ সোধিও ঢোলের তালে নাচছেন। এছাড়া গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ড্যারিল মিচেল ও হ্যারি ব্রুক ছিলেন সেই ভিডিওতে, সেখানে দেখা গেছে মার্ক উডকেও।