ফের ব্যাটিংয়ে নেমে ভারত 'ডি' এর স্কোর- ১১৫/১ যেখানে একমাত্র উইকেট পেয়েছেন শ্রেয়স আইয়ার এবং ২২২ রানে পিছিয়ে রয়েছে তারা অন্যদিকে, অবশেষে অর্ধশতকের দেখা পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। এন জগদীশনের সঙ্গে তাঁর জুটি দিনের শেষ দলকে বিনা উইকেট খুইয়ে ১২৪ রানে নিয়ে যায়
...