⚡ক্যামেরন ব্যানক্রফটের সঙ্গে ড্যানিয়েল স্যামসের ভয়াবহ ধাক্কা
By Kopal Shaw
পার্থ স্কর্চার্সের ইনিংসের ১৬তম ওভারে সিডনি থান্ডারের দুই খেলোয়াড়ই পার্থে কুপার কনোলির মারা একটি বলের দিকে ছুটে যান। দুজনের কেউই একে অপরের অ্যাপ্রোচে খেয়াল করেননি, যার ফলে মুখোমুখি সংঘর্ষে দুই ক্রিকেটারই মাটিতে লুটিয়ে পড়েন।