ভারত যাতে টানা তৃতীয় টেস্ট সিরিজ জিততে না পারে তা নিশ্চিত করতে অস্ট্রেলিয়া বুমরাহকে ঘিরে নতুন কৌশলের আশ্রয় নিয়েছে বলে মনে করেন তিনি। ডুলের দাবি, বুমরাহর ওয়ার্কলোড বাড়াতে পার্থে প্রথম টেস্ট, অ্যাডিলেডে পিঙ্ক বল ম্যাচ ও গাব্বায় তৃতীয় টেস্ট রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া
...