তিনি নাদিমের ব্যাপারে তার ধারণা স্পষ্ট করে দেন। তিনি বলেন, 'প্রথমত, আমরা কখনোই সত্যিই কাছের বন্ধু বা এমন কিছুই না। এবং এর পর (ভারত-পাকিস্তান দ্বন্দ্ব) আগের মতো কিছুই হবে না।' তবে তিনি এটাও বলেন, 'কিন্তু, যদি কেউ আমার সাথে সম্মানজনকভাবে কথা বলেন, আমি সেই সম্মান ফিরিয়ে দেব।
...