দাউদ ইব্রাহিমের গ্যাং 'ডি কোম্পানি' দুবাইয়ের বড় ক্রিকেট ম্যাচ নিয়ে বেটিংয়ের সঙ্গে জড়িত। রিপোর্ট অনুযায়ী, বড় ম্যাচের সময় ভারতের সমস্ত ফিক্সচারের হোস্ট করা শহর দুবাইয়ে বেশ কয়েকটি বড় বুকি জড়ো হয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ অন্তত পাঁচ বড় বুকিকে গ্রেফতার করেছে
...