⚡'জাস্ট লিভ ইট', বিরাটকে ইঙ্গিত করেই কি পোস্ট অশ্বিনের?
By Kopal Shaw
ভক্তরা যখন কোহলির অবসর নিয়ে জল্পনা শুরু করেছে তখনই অশ্বিন এই পোস্ট করেন। অশ্বিন একটি ছবি পোস্ট করেছেন, যা মূলত বিখ্যাত ব্র্যান্ড নাইকের (Nike) লোগো। তবে, প্রাক্তন স্পিনার আইকনিক 'Just Do It' স্লোগানের পরিবর্তে লিখেছেন 'জাস্ট লিভ ইট'।