⚡৬৭তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে স্বর্ণপদক পেলেন শাহু তুষার মানে
By Indranil Mukherjee
পুরুষদের জুনিয়র ন্যাশনাল ফাইনালে মহারাষ্ট্রের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন রুদ্রাংশ পাটিল ১০ মিটার রিয়ার রাইফেল বিভাগে সোনা পেয়েছেন।একই দুরত্বে পুরুষদের যুব বিভাগে হরিয়ানার হিমাংশু ২৫৩ পয়েন্ট করে স্বর্ণপদক জয়লাভ করেছেন।