জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ানশিপে শীর্ষ ক্রীড়াবিদদের মধ্যে রয়েছেন জ্যাভলিন থ্রোতে সুমিত আন্তিল, হুইলচেয়ার রেসিংয়ে মনোজ সাবাপাথি, শটপুটে মনোজ সিংগারাজ, হাই জাম্পে মারিয়াপ্পান থাঙ্গাভেলু, শট পুটে মুথু রাজা, শট পুটে হোকাতো সেমা, জ্যাভলিন থ্রোতে নবদীপ সিং এবং ডিসকাস থ্রোতে যোগেশ কাথুনিয়া।
...