⚡মহিলা এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় দিনে তিনবারের বিজয়ী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি ভারত
By Indranil Mukherjee
গতকাল ভারত তাদের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়াকে ৪-০ গোলে হারিয়েছে। ভারতের হয়ে সঙ্গীতা কুমারী (৮ মিনিটে এবং ৫৫ মিনিটে) দুটি গোল করেন এবং প্রীতি দুবে (৪৩ মিনিটে) এবং উদিতা (৪৪ মিনিটে) একটি করে গোল করেন।