ডাকোটার সঙ্গে সেখানে দেখা যায় তাঁর সঙ্গী ক্রিস মার্টিনকে। প্রসঙ্গত ২০১৭ সাল থেকে একসঙ্গে রয়েছেন এই দম্পতি। 'কোল্ডপ্লে'র ফ্রন্টম্যান ক্রিস মার্টিন বর্তমানে তাঁর ব্যান্ডের বিক্রি হয়ে যাওয়া মিউজিক অফ দ্য স্ফিয়ারস ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসাবে এদেশে এসেছেন।
...