সংবাদ মাধ্যম সূত্রের খবর মথুরা,বুলন্দশহর এবং মোরাদাবাদ জেলায় বৃষ্টি জনিত দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।বুন্দেলখন্ড এলাকায় গত ৪৮ ঘন্টা ধরে প্রবল বর্ষণের জেরে জালায়ুন জেলায়, যমুনার শাখা নদীতে গতকাল হড়পা বান দেখা দেয়।
...