⚡সিংঘম স্টাইলে অপরাধীকে ধরে তাক লাগালেন বেঙ্গালুরুর ৫০ বছর বয়সী পুলিশ কনস্টেবল দোন্ডালিঙ্গাইয়া কেএল
By Indranil Mukherjee
ঘটনাটি সদাশিবনগর থানার মোড়ের কাছে ঘটেছে বলে জানা গেছে। জানা গেছে অভিযুক্ত চোর ৮০টিরও বেশি মামলায় পলাতক ছিল। তার নাম এস মঞ্জেশা ওরফে ৪২০ মাঞ্জা। কর্মকর্তারা তার কাছ থেকে ১০০০০ টাকা নগদ এবং ১৩০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে।