অনন্য কীর্তি। ক্রোয়েশিয়ার ফ্রি-ডাইভার ভিটোমির মারিচিচ জলের নিচে নিঃশ্বাস আটকে থাকার সর্বোচ্চ সময়ের বিশ্বরেকর্ড গড়বেন। অবিশ্বাস্যভাবে টানা ২৯ মিনিট নিঃশ্বাস না নিয়ে জলের নিচে ছিলেন তিনি। সম্প্রতি এক সুইমিং পুলে ক্রোট ডাইভার মারিচিচের এই রেকর্ড গড়া প্রচেষ্টা অনুষ্ঠিত হয়।
...