ম্যাকডোনাল্ডসের একটি আউটলেটে অর্ডার করা নরম পানীয়তে (McDonald's Soft Drink) মরা টিকটিকি (Dead Lizard) পাওয়ার অভিযোগ করলেন এক যুবর। ঘটনাটি ঘটেছে গুজরাতের আমেদাবাদে (Ahmedabad)। পানীয়র গ্লাসে থাকা মরা টিকটিকির ভিডিও তিনি সোশাল মিডিয়ায় শেয়ার করেন। আর সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। এরপরই আমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন (Ahmedabad Municipal Corporation) আউটলেটটি সিল করার নির্দেশ দিয়েছে।
...