বছরের শেষ এই সুপারমুন স্বাভাবিকের চেয়ে বড় এবং উজ্জ্বল হবে বলে নাসা জানিয়েছে। আগস্টের ব্লু মুন, সেপ্টেম্বরের হারভেস্ট মুন এবং অক্টোবরের হান্টার'স মুনের পর এই সুপারমুন বছরের শেষ মুন। ঠাণ্ডা ধীরে ধীরে বাড়তে শুরু করলে এটি মূলত দেখা যায় বলে অনেক অঞ্চলে একে শীতের আগমন হিসেবেও চিহ্নিত করা হয়
...