কেন্দ্রে প্রবেশ করার পরেই প্রক্ষেপণ সুতোয় মহাকুম্ভমেলার ট্রেলার। এরপর একটি কাঠের দেয়ালে স্ক্রোলের মতো তৈরি প্রক্ষেপণের মাধ্যমে বর্ণিত সমুদ্র মন্থনের গল্পটি উপভোগ করা হয়। আরও এগিয়ে গেলে, যমুনোত্রী হিমবাহের কাছাকাছি থাকার অভিজ্ঞতা লাভ করা যায়। এরপর কার্যত প্রবাহমান যমুনা নদীর উপর হাত চালানো যায় যা জলকে তরঙ্গায়িত করে তুলবে।
...