আগামীকাল মাঘী পূর্ণিমা স্নানের আগে প্রয়াগরাজ মহাকুম্ভে পুরোদমে চলছে প্রস্তুতি

lifestyle

⚡আগামীকাল মাঘী পূর্ণিমা স্নানের আগে প্রয়াগরাজ মহাকুম্ভে পুরোদমে চলছে প্রস্তুতি

By Indranil Mukherjee

আগামীকাল মাঘী পূর্ণিমা স্নানের আগে প্রয়াগরাজ মহাকুম্ভে পুরোদমে চলছে প্রস্তুতি

মাঘী পূর্ণিমা পর্যন্ত প্রয়াগরাজের সঙ্গমের তীরে কল্পবাস পালন করলে হাজার বছরের তপস্যার ফল পাওয়া যায়। মহা কুম্ভে কল্পবাস করা বিশেষ ফলদায়ক বলে মনে করা হয়।কল্পবাসীরা আচারানুযায়ী পূর্ণিমা তিথিতে পবিত্র সঙ্গমে স্নান করে কল্পবাস করবেন।

...