বদ্রীনাথ মন্দির বন্ধ হতেই চারধাম যাত্রা আনুষ্ঠানিকভাবে শেষ হয়। চারধাম কর্তৃপক্ষের মতে এ বছর ৯ লাখের বেশি চারধাম ভক্ত যাত্রা করেছেন। শীতকালীন মরশুমে বন্ধ থাকার পর মন্দিরের দরজা আবার খোলা হয় মে মাসে। সেই সময় দেবতাকে পালকিতে তাঁর আসনে ফিরিয়ে আনা হয়।
...