স্বামী বিবেকানন্দের ১৬৩তম 'জন্মতিথি' আজ । হাওড়ার বেলুড় মঠেও দিনটি পালিত হচ্ছে। মঙ্গল আরতি, বেদ পথ ও বিশেষ আচার পালন করা হচ্ছে। স্বামীজির জন্মস্থান এবং বেলুড় মঠে প্রচুর সংখ্যক ভক্ত আসছেন। রামকৃষ্ণ মঠ এবং মিশন তার সমস্ত শাখায় অনুষ্ঠানটি উদযাপন করছে।
...