আগামীকাল মহারাষ্ট্র বিধানসভায় (Maharashtra Assembly) আস্থাভোট (Trust Vote)। বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার কথা জানিয়ে মহারাষ্ট্র বিধানসভার সচিবকে চিঠি পাঠালেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। মঙ্গলবার মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির (Governor Bhagat Singh Koshyari) সঙ্গে দেখা করে ক্ষমতাসীন মহা বিকাশ আঘাদি সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের দাবি জানান বিজেপি নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। আজ সকালে কামাখ্যা মন্দিরে পুজো দিতে যান শিবসেনা বিদ্রোহী একনাথ শিন্ডে-সহ কয়েকজন বিধায়ক।
...