গুয়াহাটির (Guwahati) যে হোটেলে শিবসেনার বিদ্রোহী বিধায়করা (Rebel Shiv Sena MLAs) রয়েছেন, সেই রেডিসন ব্লু হোটেলের (Radisson Blu Hotel) বাইরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের অসম ইউনিটের প্রধান রিপুন বোরা (Ripun Bora)। বিক্ষোভকারীরা অসমের ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধ স্লোগান দেয়। তৃণমূল কর্মীদের অভিযোগ, মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের সরকার ফেলে দেওয়ার জন্য মদত দিচ্ছে।
...