কৃষ্ণসার হরিণ শিকারীদের (Blackbuck Poachers) গুলিতে নিহত হলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) তিন পুলিশ কর্মী। আজ ভোরে গুনা (Guna) জেলার একটি জঙ্গলে ঘটনাটি ঘটেছে। মৃতরা হলেন সাব-ইন্সপেক্টর রাজকুমার জাটাও, হেড কনস্টেবল সন্ত কুমার মিনা এবং কনস্টেবল নীরজ ভার্গব। পুলিশের গাড়ির চালক আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই জরুরি ভিত্তিতে উচ্চ-পর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Chief Minister Shivraj Singh Chauhan)। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র (Home Minister Narottam Mishra), পুলিশ ডিজি সুধীর সাক্সেনা ও গুনা পুলিশ-প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্তারা বৈঠকে যোগ দেবেন।
...