সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন শ্রী আদিচুঞ্চনগিরি মঠের নির্মলানন্দনাথ স্বামীজি। এছাড়া আজ সকালে শেষকৃত্যে যোগ দিতে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, বিজেপি নেতা সি এন অশ্বথ নারায়ণ এবং অন্যান্য নেতারা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণের বাসভবনে পৌঁছে গেছিলেন।
...