আগামী ২৭শে ফেব্রুয়ারী রাষ্ট্রপতি কেভাড়িয়ায় একতা স্কিল ডেভলপমেন্ট সেন্টার যাবেন। আমেদাবাদে ন্যাশনাল ইনস্টিটিউটের ৪৪ তম সমাবর্তনেও যোগ দেবেন শ্রীমতি মূর্মূ। এরপরের দিন গান্ধীনগরে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেসের তৃতীয় সমাবর্তনে যোগদানের পাশাপাশি ভুজে স্মৃতিবন ভূমিকম্প স্মারকেও যাবেন তিনি।
...