By Jayeeta Basu
কোভিড ১৯ যখন শুরু হয়, সেই সময় লকডাউনের প্রভাবে বহু তরুণ, তরুণী ভ্লগিং শুরু করেন। সেই দৌঁড়ে জ্যোতি মালহোত্রার নামও যুক্ত হয়। 'ট্রাভেল উইথ জো' নামে একটি ইউটিউব চ্যানেল শুরু করে জ্যোতি। যেখানে ৩ লক্ষের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।
...