ভারতের বিদেশ নীতির একাধিক তথ্য মাধুরী গুপ্তা আইএসআইয়ের হাতে তুলে দেন। পাশাপাশি মুম্বই হামলার তদন্তের বহু তথ্যও জামশেদের হাত হয়ে আইএসআইয়ের কাছে পৌঁছে যায় এই মাধুরীর কীর্তিতে। আইএসআই হ্যান্ডেলারদের তৈরি করা বিভিন্ন ইমেল ব্যবহার করতেন মাধুরী গুপ্তা। পরে তদন্ত শুরু হলে, সেই সমস্ত তথ্য প্রকাশ্যে আসে।
...