খানাখন্দে ভরা রাস্তা ভারতে চেনা ছবি, তা সে রাজ্য সড়ক হাক বা জাতীয় সড়ক (National Highway)। কিন্তু রাস্তায় যতদূর চোখ যায়, ততদূর বিশাল বিশাল গর্তের (Craters) ছবি বিরল। তবে এবার সেই ধারণা বদল দেবে বিহারের একটি রাস্তার ছবি। আর সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রাস্তাটি হল বিহারের মধুবনী জেলার (Madhubani District) মধ্য দিয়ে যাওয়া ২২৭ এল নম্বর জাতীয় সড়ক। রাস্তাটির অবস্থা এতটাই বেহাল যে দৈনিক প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয় নিত্যযাত্রীদের।
...