⚡স্কুল বাসের সঙ্গে বেসরকারি বাসের ধাক্কা, মৃত্যু ছাত্রীর
By Aishwarya Purkait
রাজস্থানের আজমের জেলায় অমরপুরা-করকেদী রোডে ঘটে ভয়াবহ দুর্ঘটনাটি। স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে পড়ুয়া বোঝাই স্কুল বাস। সাত সকালে রাস্তা কুয়াশায় ঢাকা থাকায় দুই বাসের মধ্যে ধাক্কা লাগে বলে জানাচ্ছে পুলিশ।