ধর্ষণের অপরাধে সাজাপ্রাপ্ত ডেরা সাচ্চা সৌদার (Dera Sacha Sauda) প্রধান গুরমিত রাম রহিম সিং (Gurmeet Ram Rahim Singh) প্যারোলে রয়েছেন। এক মাসের জন্য জেলের বাইরে থাকবেন তিনি। ২০১৭ সালে দোষী সাব্যস্ত হয়ে কারাবাসের সাজা পেয়েছিলেন রাম রহিম। তারপর থেকেই রোহতকের সুনারিয়া জেলে বন্দি ছিলেন এই স্বঘোষিত ধর্মগুরু। যদিও এখন অভিযোগ উঠেছে জেলে রাম রহিমের বদলে তারই মতো দেখতে কেউ সাজা খাটছে। সোমবার পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট (Punjab and Haryana High Court) এই অভিযোগে জানিয়ে দায়ের করা একটি রিট পিটিশনের শুনানি করবে। ডেরা সাচ্চা সৌদার কট্টর অনুগামীরা এই রিট পিটিশন দাখিল করেছেন।
...