মণিপুরের (Manipur) নোনি জেলার (Noney District) টেরিটোরিয়াল আর্মি ক্যাম্পে ভূমিধসের (Landslide At Territorial Army Camp) কারণে মৃতের সংখ্যা বেড়ে ২৪ হয়েছে। মৃতদের মধ্যে ১৮ জন জওয়ান রয়েছেন। বাকিরা সাধারণ নাগরিক। এখনও অবধি টেরিটোরিয়াল আর্মির ১৩ জন কর্মী এবং ৫ জন সাধারণ নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও ১২ জন জওয়ান ও ২৬ জন সাধারণ নাগরিক নিখোঁজ রয়েছেন বলে প্রশাসনের কর্তারা জানিয়েছেন।
...