⚡দিওয়ালির পর 'বিষাক্ত গ্যাস চেম্বারে' পরিণত হয়েছে দিল্লি
By Aishwarya Purkait
চেস্ট অ্যান্ড রেসপিরেটরি বিভাগের অন্যতম খ্যাতনামা চিকিৎসক সন্দীপ নায়ের জানালেন, দীপাবলির সময়ে প্রতিবছরই দিল্লিতে দূষণের মাত্রা বাড়ে। যার ফলে শ্বাসকষ্টজনিত রোগ এবং রোগীর সংখ্যাও বেড়ে যায়। এই বাতাসেই আমরা শ্বাস নিচ্ছি যা ভীষণই ক্ষতিকারক।