By Jayeeta Basu
উদ্ধারকারী দলের এক সদস্য জানান, নৌকাডুবির পর জলে এক ছোট্ট শিশুর দেহ দেখতে পান। বুকে জল ঢুকে যাওয়ায় ওই শিশুর শরীর নিথর হয়ে যায়। কোনওক্রমে তাকে উদ্ধার করে বুকে পাম্প শুরু হয়। ক্রমাগত প্রচেষ্টার পর অবশেষে নিঃশ্বাস, প্রশ্বাস স্বাভাবিক হয় ওই শিশুর।
...