রাজা রঘুবংশীকে যাতে পরিবার এববং ঘনিষ্ঠদের চোখের সামনে থেকে সরিয়ে খুন করা যায়, সেই পরিকল্পনা করে সোনম এবং তার সাঙ্গপাঙ্গরা। তাইতো মেঘালয়ে চেরাপুঞ্জির গভীর জঙ্গলের কাছে রাজাকে খুন করা হয় এবং তাঁর দেহ ফেলে দেওয়া হয় পাহাড়ের গর্তে। এরপর পুলিশ ড্রোন ব্যবহার করে রাজার খোঁজ চাালায়। শেষে সোনম রঘুবংশীকে গ্রেফতার করা হয়।
...